বিজ্ঞাপন
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু`দফা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিরাগাঁও গ্রামের আব্দুল মতিন (৫০) এবং লক্ষীপুর গ্রামের আকবর হোসেন (৪২)।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে লক্ষীপুর মাঠে ফুটবল খেলা চলাকালে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বিষয়টি জানতে আকবরের বাড়িতে গেলে সেখানে তার ওপর আকবর পক্ষের লোকজন বেদড়ক মারধর চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে মতিনপক্ষের লোকজন পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে দু’পক্ষের দুইজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...