ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, আলোচনায় দুই পক্ষ কিছু বিষয়ে একমত হয়েছেন, যদিও সুনির্দিষ্টভাবে তা উল্লেখ করেননি। দীর্ঘস্থায়ী চুক্তির জন্য ইউক্রেন আক্রমণের মূল কারণগুলো সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। তার দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন, তবে ইউক্রেনে হয়তো হামলা চালানো হতো না।
পুতিনের বক্তব্যের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অনেক বিষয়ে তারা একমত হলেও বড় কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেননি। তিনি বলেন,
“অনেক, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। বেশিরভাগ বিষয়ে একমত হয়েছি। তবে কিছু বড় বিষয়ে পারিনি। কিন্তু অগ্রগতি হয়েছে। তবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।”
ট্রাম্প জানান, বৈঠকের অগ্রগতি সম্পর্কে তিনি ন্যাটো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবহিত করবেন। তবে যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপের হাতেই থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের শেষদিকে পুতিন মস্কোতে বৈঠকের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান। উত্তরে ট্রাম্প বলেন, তার মনে হয় মস্কোতে এমন বৈঠক হতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো—সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি পুতিন ও ট্রাম্প। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তারা নীরব থেকেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...