Logo Logo

নাইজেরিয়ায় নামাজরত মুসল্লিদের ওপর সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ২৭


Splash Image

ছবি: রয়টার্স।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।


বিজ্ঞাপন


স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর : আল জাজিরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর আকস্মিক গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, তাৎক্ষণিকভাবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে এ ধরনের হামলা প্রায়ই ঘটে থাকে। স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির সীমিত প্রবেশাধিকারের কারণে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।

উল্লেখ্য, গত জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের রক্তক্ষয়ী ঘটনার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো হামলার পুনরাবৃত্তি না ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...