Logo Logo

রামুতে ৮০হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাস চালক আটক


Splash Image

কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করা হয়। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করা হয়।

মাইক্রোবাসের চালক মো. ইব্রাহীম (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে তৈরি বক্সে লুকানো অবস্থায় ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা।

আটক ইব্রাহীম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা। তিনি মো. শামসুল আলমের ছেলে।

অভিযান শেষে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক - মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...