Logo Logo

প্রেমিকদের দেওয়া ২০ আইফোন বিক্রি করে বাড়ি কিনলেন তরুণী!


Splash Image

ছবি : চ্যাটজিপিটি

চীনে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ। সেই চাপ সামলাতে দেশটি শেনঝেনের এক তরুণী অভিনব উপায়ে অর্থ জোগাড় করেছেন।


বিজ্ঞাপন


‘শিয়াওলি’ নামের ওই তরুণী একসঙ্গে ২০ জন প্রেমিককে আলাদা করে একটি করে আইফোন ৭ কিনতে রাজি করান। পরে ফোনগুলো বিক্রি করেন হুই শৌ বাও নামের একটি রিসাইক্লিং কোম্পানির কাছে। প্রতিটি ফোনের দাম ৬,০০০ ইউয়ান ধরা হয়। মোট ১,২০,০০০ ইউয়ান (প্রায় ১৪,৫০০ পাউন্ড) হাতে পেয়ে তিনি গ্রামের একটি বাড়ির অগ্রিম বুকিং দেন।

ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ প্রশংসা করেছেন তার কৌশলকে, কেউ আবার বলেছেন এটি নির্লজ্জ কাজ। অনেকেই সন্দেহ করেছেন এটি কোম্পানির প্রচারণার অংশ। তবে সংস্থাটি নিশ্চিত করেছে তারা সত্যিই একজন গ্রাহকের কাছ থেকে ২০টি আইফোন কিনেছে।

তথ্য সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...