ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সোমবার (২৫ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে পরপর দুটি বিমান হামলার ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হামলায় হাসপাতালের জরুরি ভবনের চতুর্থ তলা বিধ্বস্ত হয়। এরপর আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে এগিয়ে গেলে দ্বিতীয় হামলা চালানো হয়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
আনাদোলু এজেন্সির সংবাদদাতা জানিয়েছেন, হামলায় অন্তত কয়েকজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। সরকারি ফিলিস্তিন টিভি নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি রয়েছেন। তিনি রয়টার্সের হয়েও কাজ করছিলেন এবং হামলার মুহূর্তে হাসপাতাল থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করছিলেন। হামলার পরই হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
আল জাজিরা জানিয়েছে, হামলায় তাদের আলোকচিত্রী মোহাম্মদ সালামা নিহত হয়েছেন। এছাড়া আনাদোলু এজেন্সি জানিয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে আছেন ফটোসাংবাদিক মরিয়ম আবু দাক্কা এবং মোয়াজ আবু তাহা।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও আছেন।
ফিলিস্তিনি সাংবাদিক সংগঠনগুলো বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইতোমধ্যে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...