ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১২টি পশ্চিমা দেশ। রবিবার (২৪ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের দূতাবাস থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আট বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং এখনও সীমান্ত পেরিয়ে নতুন করে অনুপ্রবেশ ঘটছে।
১২ দেশ রোহিঙ্গাদের দীর্ঘ সহনশীলতার প্রশংসা করে এবং তাদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তা দিয়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা উল্লেখ করে, রোহিঙ্গারা নিজের ভূমিতে ফিরে যেতে চায়। তবে মিয়ানমারে এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে তারা স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যেতে পারবে। এজন্য প্রয়োজন বাস্তুচ্যুতির মূল কারণগুলোর সমাধান ও একটি স্থিতিশীল মিয়ানমার।
বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট সময়সীমা এখনই নির্ধারণ করা সম্ভব নয়। তবে মিয়ানমারে সহিংসতা বন্ধ ও প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির জন্য জরুরি উদ্যোগ নিতে হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আলাদা এক বিবৃতিতে বলেছে, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাংলাদেশকে নতুন জটিলতায় ফেলেছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...