Logo Logo

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে আনন্দ র‍্যালি


Splash Image

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের পিটিআই মোড়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে র‍্যালি বের করেন।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

আলোচনা সভা শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়েই দলটির যাত্রা শুরু হয়েছিল।

তারা আরও বলেন, শহীদ জিয়ার গণতন্ত্রের প্রতি ছিল সুগভীর আস্থা। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা উল্লেখ করেন—তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ থাকবে। বক্তারা দাবি করেন, দেশের সংকটকালীন সময়ে কেবল বিএনপিই জনগণের পাশে থেকে সেই ক্রান্তি উত্তরণে ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...