বিজ্ঞাপন
ঘটনাস্থল সূত্রে জানা যায়, পরচুলা তৈরির কারখানা এভারগ্রীন কোম্পানি-তে গত তিন দিন ধরে চলা শ্রমিক আন্দোলন আজ সকালে সংঘাতের রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন হাবিব, যিনি নীলফামারী সদরের কাজীরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। আহত শ্রমিকদের নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রমিকরা জানিয়েছেন, এভারগ্রীন কোম্পানিতে বিভিন্ন দাবি নিয়ে—বিশেষ করে শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবিতে—গত দুই দিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন। সোমবার রাতের দিকে কোম্পানি কর্তৃপক্ষ হঠাৎ বন্ধের নোটিশ জারি করলে মঙ্গলবার সকালেই হাজার হাজার শ্রমিক ইপিজেডের প্রধান গেট তালা দিয়ে প্রদর্শন করেন। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনায় প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ে তদন্তের উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...