Logo Logo

সেনাবাহিনীসহ প্রশাসনের অভিযান, রোগীদের স্বার্থে কঠোর ব্যবস্থা

লাইসেন্সহীন কার্যক্রম, অপারেশন রুমে অনিয়ম — সিলগলা হলো বেসরকারি ক্লিনিক


Splash Image

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল-ক্লিনিকে বড় অভিযান: একটিতে সিলগলা, অন্যটিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীসহ প্রশাসনের যৌথ অভিযানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা ও অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগলা এবং আরেকটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


ঠাকুরগাঁও শহরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রশাসনিক অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। অভিযানে অনিয়ম ও বৈধ কাগজপত্র না থাকায় একটি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে এবং আরেকটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়,

আমাদের হাসপাতাল-এ অ্যানেস্থেসিয়া চিকিৎসক ছাড়াই অন্য ডাক্তার দিয়ে অপারেশন করানো, লাইসেন্স নবায়ন না করা এবং নোংরা অপারেশন রুম ব্যবহার করার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রোগীদের তিন দিনের মধ্যে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা শেষে এটিও সিলগলা করা হবে।

অন্যদিকে, নিউ সূর্যের হাসি ক্লিনিক অনুমোদন ছাড়াই অন্য প্রতিষ্ঠানের নামে কার্যক্রম পরিচালনা করে আসছিল। সেটিকে তাৎক্ষণিকভাবে সিলগলা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন,

“রোগীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হন, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...