Logo Logo

রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি জয়কুরি গ্রেপ্তার


Splash Image

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি জয়কুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার ঝুমুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জয়কুরি ধরা পড়ে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্তের আটকের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর ফুফু বলেন, “আমার মেয়ের জীবনে যে অন্ধকার নেমে এসেছে তার বিচার চাই। আমরা চাই আদালতের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।”

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, অভিযুক্তকে গ্রেপ্তার করায় ন্যায়বিচারের পথ সুগম হলো। তবে তারা সতর্ক করে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বন্ধ হবে না।

স্থানীয় সমাজকর্মী ও শিক্ষক প্রতিনিধি কামরুল নাহার বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজের জন্য কলঙ্ক। তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করতে হবে।”

প্রতিবেদক- মাহামুদ সানি, রায়পুর, লক্ষ্মীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...