সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
বিজ্ঞাপন
বুধবার (৩ সেপ্টেম্বর) ফোর্বসের প্রকাশিত তালিকায় দেখা যায়, আজিজ খান এ বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৪৯তম স্থানে রয়েছেন। এর আগে গত বছর তিনি ছিলেন ৪১তম অবস্থানে।
চলতি বছর সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন মেটা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভারিন। তার মোট সম্পদের পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশি বংশোদ্ভূত হলেও আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের নাগরিকত্ব ধারণ করেন। তিনি সামিট গ্রুপের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে ব্যাপক বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করছেন।
সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জেরা-এর ২২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তার মেয়ে আয়েশা।
তালিকায় সিঙ্গাপুরের ধনী হিসেবে তিনি ৪৯তম হলেও, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের ফোর্বসের বৈশ্বিক তালিকায় তার অবস্থান ২৭৯০তম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...