বিজ্ঞাপন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরা পাগলের লাশ কবর থেকে তুলে প্রকাশ্যে মহাসড়কে পুড়িয়ে দিয়েছে জনতা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। এর আগে রাজবাড়ী জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পক্ষ থেকে কয়েক দিন ধরে বিক্ষোভ, প্রতিবাদ এবং জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেওয়া হয়েছিল।
সংগঠনের দাবি ছিল, নুরা পাগলের জন্য নির্মিত কাবা শরীফের আদলে প্রায় ১২ ফুট উঁচু কবরটি বৃহস্পতিবারের মধ্যে ভেঙে নিচু করতে হবে। অন্যথায় শুক্রবার বিক্ষোভে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা নুরা পাগলের আস্তানায় হামলা চালিয়ে কবর ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে কবর থেকে লাশ তুলে মহাসড়কে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
-স্বপন বিশ্বাস, রাজবাড়ী
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...