Logo Logo

নীলফামারীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারীতে সেলিম ফাউন্ডেশন নিউইয়র্ক, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড এবং অঙ্কুর স্পেশালাইড লিমিটেড-এর যৌথ উদ্যোগে র‌্যালী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার বিকেলে নীলফামারী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদ ইমাম মাওলানা আশরাফুল হক নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মো: সাইদুল ইসলাম, অঙ্কুর সীড হিমাগার ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন প্রামানিক, ডা: আবু হানিফ সরকারসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদ ইমাম মাওলানা আশরাফুল হক নুরী। অনুষ্ঠানটি বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং বিভিন্ন পেশার লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...