Logo Logo

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি


Splash Image

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি জেনারেশন-জেডের টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দেশটির সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে।


বিজ্ঞাপন


গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় নেপালে। কারফিউ অমান্য করে আজও সকাল থেকে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এসময় তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান।

রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংস এ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী অলি পদত্যাগের আগে বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার পদত্যাগের ঘোষণা আসে।

‘জেন-জি প্রোটেস্ট’ নামে পরিচিত এ আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর অবশেষে সেই দাবিই মানতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...