Logo Logo

নুরা পাগলের মাজারে রাসেল হত্যায় আসামি প্রায় ৪ হাজার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলের মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত রাসেল মোল্লার হত্যাকাণ্ডে ৩৫০০–৪০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলের মাজারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লা (২৮) হত্যার মামলায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজিব।

এর আগে সোমবার রাতে নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে আসামি করা হয়।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা এবং নুরা পাগলের ভক্ত ছিলেন।

রাসেলের বাবা জানান, শুক্রবার রাতে মাজারে হামলা ও ভাঙচুরের সময় প্রায় ১৫ থেকে ২০ জন সশস্ত্র হামলাকারী তার ছেলে রাসেলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এছাড়া বাদীর ভাতিজি ও ছোট ছেলেসহ আরও অনেকে গুরুতর আহত হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় ৩০০ থেকে ৪০০ জন হামলাকারী মাজারে অবস্থানরত ভক্তদের ওপরও অতর্কিত হামলা চালায়। তারা পিটিয়ে ও কুপিয়ে বহু ভক্তকে আহত করে। এসময় অজ্ঞাতনামা আসামিরা দরবার শরীফের ভেতরে ও বাইরে ভাঙচুর চালায়, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং স্থাপনায় অগ্নিসংযোগ করে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, “গোয়ালন্দ থানায় নিহত রাসেলের হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

-স্বপন বিশ্বাস, রাজবাড়ী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...