বিজ্ঞাপন
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলা শিক্ষা অফিসের সামনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন করেন।
কর্মকর্তা-কর্মচারীদের দাবি—জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনসেড ঘর উচ্ছেদ এবং অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আক্তার কল্পনাকে অপসারণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
এদিন সকালে অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক মতিয়ার রহমান, ডোমার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুন নূর, জলঢাকা উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মিজবাহ-উল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আবু তালেবসহ আরও অনেকে।
বক্তারা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
পরে দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি জমা দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...