Logo Logo

গুলশানের সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার


Splash Image

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এর আগে ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গুলশান থানায় দায়িত্ব পালনের পর আমিনুল ইসলাম টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকার আদালতে একটি পিটিশন মামলা হয়।

বুধবার সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছায়।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, “ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা তিনি বিস্তারিত জানাননি। বর্তমানে আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...