Logo Logo

শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের নেতৃত্বে সাইফুল ও রুহুল আমিন


Splash Image

শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় সখিপুর ফুড কর্ণারে থানাধীন সকল কর্মরত সাংবাদিকদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন


নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন জুয়েল। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদ মোহনা’র আমান আহমেদ সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নিরপেক্ষ ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার শরীয়তপুর জেলা প্রতিনিধি রাসেল সিকদার, দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি এম এম জসিম, এবং অর্থ ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস সখিপুর থানা প্রতিনিধি আমির হোসেন চোকদার।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছে ডেলি মর্নিং গ্লোরি’র ভেদরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন ও দৈনিক আমাদের মাতৃভূমি’র ক্রাইম রিপোর্টার আতিকুর রহমান। সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন জে এ টিভির ভেদরগঞ্জ প্রতিনিধি আল আমিন, দৈনিক সোনালী কণ্ঠ’র ভেদরগঞ্জ প্রতিনিধি বি এম সজিব, দৈনিক সকালের শিরোনাম পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক অর্থ সংবাদ’র ভেদরগঞ্জ প্রতিনিধি তাহের আলী, দৈনিক ভোরের বানী’র ভেদরগঞ্জ প্রতিনিধি মামুন সরকার এবং দৈনিক জবাবদিহি’র প্রতিনিধি মুনতাসির আহমেদ রুবাইদ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁরা সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সখিপুরের সার্বিক উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রতিবেদক- মামুন সরকার, শরীয়তপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...