Logo Logo

দুর্নীতি দমনে নতুন উদ্যোগ

আলবেনিয়ায় বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘দিয়েল্লা’


Splash Image

বর্তমান বিশ্বে আলোচনার শীর্ষে থাকা ইস্যুগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অন্যতম। এই প্রগতিশীল প্রযুক্তিকেই কাজে লাগিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই-মানবীকে মন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে আলবেনিয়া।


বিজ্ঞাপন


নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা, যার আলবেনীয় ভাষার অর্থ ‘সূর্য’। বৃহস্পতিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা মন্ত্রিসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়েল্লার পরিচয় করিয়ে দেন। তিনি জানান, দেশের সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে তার দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবে দিয়েল্লা।

প্রধানমন্ত্রী এদি রামা বলেন, “দিয়েল্লার একমাত্র চাহিদা হলো চার্জ পূর্ণ থাকার মতো বিদ্যুৎ। এটা ছাড়া তার আর কোনো চাহিদা নেই, ফলে সে নিজে কখনও দুর্নীতিতে জড়াবে না। দিয়েল্লার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। সরকারি ক্রয় বা ব্যয় সংক্রান্ত কোনো তথ্যের গোঁজামিল থাকলে দিয়েল্লা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে।”

আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভের লক্ষ্য রয়েছে। কিন্তু দেশের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দেয় দুর্নীতি, যা নিয়ন্ত্রণে আনতে সরকারের কার্যক্রম সীমিত। এ প্রেক্ষাপটে, ২৮ লাখ মানুষের দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশটিতে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করেছেন বামপন্থি প্রধানমন্ত্রী এদি রামা।

বিবিসিকে তিনি আরও জানান, “আমাদের প্রধান লক্ষ্য হল দুর্নীতি নিয়ন্ত্রণ। দিয়েল্লার নজরদারিতে দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ পর্যন্ত কোনো দুর্নীতি ঢুকতে পারবে না।”

তবে বিরোধীরা এই পদক্ষেপের সঙ্গে একমত নন। আলবেনিয়ার ডেমোক্র্যাটিক পার্টির পার্লামেন্ট নেতা গাজমেন্দ বারধি এক ফেসবুক পোস্টে বলেছেন, “গত ১৫ বছর ধরে আমরা এদি রামার অনেক ভাঁড়ামোপূর্ণ কাজকর্ম দেখেছি। এসবের মধ্যে সর্বশেষটি হলো এই এআই মন্ত্রী।”

দেশটির সরকার আশা করছে, দিয়েল্লার এই স্বয়ংক্রিয় নজরদারির মাধ্যমে ২০২৭ সালের মধ্যে দুর্নীতি হ্রাস এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনে আরও সফলতা মিলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...