Logo Logo

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার


Splash Image

মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার পর শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

ডিবি সূত্রের বরাতে জানা গেছে, গ্রেফতারের পর তদন্ত আরও ত্বরান্বিত হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...