ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সেচ্ছাসেবক দল নেতার নাম মাহফুজুর রহমান সবুজ (৩৯)। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
গতকাল শুক্রবার রাত ৭টা থেকে ১১ টা পর্যন্ত ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজুর রহমান ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়া ছেলে ফরিদপুরের আলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযানে ইউএস এর তৈরি একটি ডাবল ব্যারেল গান অবৈধ অস্ত্রসহ মাহফুজুর রহমান সবুজ (৩৯) কে আটক করা হয়।
যৌথবাহিনী সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।
এসময় মাহফুজুর রহমান সবুজের আলিপুর বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন এই খবরটি জানতে পেরেছেন তবে ঘটনার বিস্তারিত তার জানা নেই। তিনি বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থাকে পরিচালিত হয়। এ ব্যাপারে কোন সাংগঠনিক ভূমিকা রাখার ব্যাপার থাকলে তা কেন্দ্র গ্রহণ করবে।
প্রতিবেদক- রবিউল হাসান রাজীব, ফরিদপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...