Logo Logo

দূর্নীতির বিরুদ্ধে ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ কাজ করব : জাহাঙ্গীর আলম দুলাল


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন, “পিরোজপুরের জনগণ শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল। আগামী জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দারিদ্র বিমোচন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। অবহেলিত পিরোজপুরকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তর করব।”


বিজ্ঞাপন


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলার ইন্দুরকানী প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান।

জাহাঙ্গীর আলম দুলাল আরও বলেন, “দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক জীবনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কখনো আপোশ করিনি। দলের দুঃসময়-সুসময় সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠা দিয়ে দলের সুনাম বজায় রেখেছি। আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ মনোনয়ন পাব এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করব।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির মান্নু ও জাকির হোসেন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সংবাদকর্মী হাফিজুর রহমান, মো: শাকিল খান, নাছরুল্লাহ আল কাফী, কে এম শামীম রেজা ও আরিফুল ইসলাম (শফিকুল)সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...