Logo Logo

নীলফামারীর বারুনীর ডাঙ্গা নদী থেকে ১ নারীর মরদেহ উদ্ধার


Splash Image

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের দিঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সন্ধ্যা বালা রায় (৫০)। তিনি দিঘলডাঙ্গী গ্রামের বিনয় রায়ের স্ত্রী।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে তারা সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...