বিজ্ঞাপন
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানাধীন গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) এবং ভোলা সদর উপজেলার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকায় খেলনা পিস্তল ও লোহার পাইপ হাতে নিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছিলেন ওই দুই যুবক। তাদের সন্দেহজনক আচরণে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “গ্রেপ্তারের সময় তাদের কাছে খেলনা পিস্তল ছাড়াও এপিবিএন পুলিশের একটি আইডি কার্ড পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...