Logo Logo

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন


Splash Image

ছবি : সংগৃহীত।

রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম ব্যাশনেফ্টের শোধনাগারটিতে শনিবার হামলা চালানো হয়। বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


খাবিরভ জানান, “আজ ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে। সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির এটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে, এবং তার পরে বিস্ফোরণ ঘটে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “হামলায় কেউ নিহত বা আহত হননি। শোধনাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা তেমন বড় নয়।”

উফা শহরটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার লক্ষ্য হওয়া শোধনাগারটি রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্টের। ২০১৬ সালে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এটি দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে। শোধনাগারটিতে ১৫০টিরও বেশি তেলজাতীয় পণ্য উৎপাদন হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। এ হামলাগুলি রাশিয়ার জ্বালানি সরবরাহ ও অবকাঠামোর উপর প্রভাব ফেলতে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...