Logo Logo

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের


Splash Image

ছবি : সংগৃহীত।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দায়ীদের শাস্তি না দেওয়ার প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ৪৮ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নুরের শারীরিক অবস্থা এবং হামলার তদন্ত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি এই আলটিমেটাম দেন।

রাশেদ খাঁন বলেন, “যারা অন্যায় করেছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করবো। এছাড়া এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

তিনি অভিযোগ করেন, “স্পষ্ট সিসিটিভি ফুটেজ এবং ভিডিও থাকা সত্ত্বেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তারা গ্রেপ্তার হবে কি না। তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও আমাদের কাছে তদন্ত করার জন্য কেউ আসেনি।”

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের নেতারা আরও বলেন, “হামলাকারীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হওয়া উচিত। সরকারের ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকি করা হচ্ছে।”

দলের পক্ষ থেকে তারা জানান, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সরকারি ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করছে। প্রয়োজনে দলের উদ্যোগে এবং পরিবারের সহযোগিতায় নুরকে বিদেশে পাঠানো হবে।

দলীয় নেতারা আরও জানিয়েছেন, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে রাখা প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...