Logo Logo

সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ আনজুম আরাসহ তিনজন আটক


Splash Image

সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুম আরাসহ তিনজনকে আটক করেছে সেনা ও পুলিশ সদস্যরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাইদুল হক খানের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ আনজুম আরা, তার ছেলে মোঃ আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুল রহিমকে আটক করে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন নাইদুল হক খান বলেন, “আটক আনজুম আরা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আনজুম আরা নিজের বাড়িকে দীর্ঘদিন ধরে মাদকের ডেরায় পরিণত করেছিলেন। তার পরিবারের প্রতিটি সদস্য সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ও মারপিট করে হয়রানি করা হতো। ফলে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না কেউ।

অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা পালিয়ে থাকা আনজুম আরার ভাই আশরাফুল ইসলাম এবং স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে দ্রুত গ্রেফতারেরও দাবি জানিয়েছেন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...