বিজ্ঞাপন
নীলফামারী সদরের চাঁদের হাট ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজের আইসিটি ভবনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসেন আল-হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সহিদুল ইসলাম শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,
“মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিকে পদার্পণের এই প্রথম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আগমনে আমাদের কলেজের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা চাই তোমাদের শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতিতেই সীমাবদ্ধ না থেকে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুক।”
এছাড়া তিনি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি কলেজ জীবনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে মো. হোসেন আল-হেলাল বলেন, “একাদশ শ্রেণি হলো শিক্ষার্থীদের স্বপ্নময় পথচলার সূচনা। এ পর্যায়ে মনোযোগী অধ্যয়নই ভবিষ্যতের উচ্চ শিক্ষার ভিত্তি তৈরি করবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...