Logo Logo

“কোনো দেশই নিরাপদ নয়” ইসরায়েলি হামলার বিষয়ে সতর্কবার্তা!


Splash Image

ছবি- সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কাতারে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দীর্ঘদিনের সমর্থনের ফল। তিনি মুসলিম দেশগুলোকে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন


ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, শুধু কথায় ইসরায়েলি বর্বরতা থামানো সম্ভব নয়। এ জন্য মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ তৈরি করেছে।

সোমবার দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সম্মেলনে অংশ নিয়ে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত ভাবছে। তিনি মন্তব্য করেন, কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয়, বরং তাদের হতাশার বহিঃপ্রকাশ।

ইরানি প্রেসিডেন্ট বলেন, কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্বব্যবস্থা জন্ম নেবে। তিনি সতর্ক করে বলেন, কোনো আরব বা ইসলামি দেশই জায়নিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয়। মুসলিম বিশ্বের ঐক্যের কোনো বিকল্প নেই।

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পূর্ণ সমর্থন নিয়েই ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। এই আগ্রাসনে যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তাদের অপরাধও ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...