Logo Logo

বগুড়ার শিবগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা


Splash Image

মরদেহ উদ্ধারের খবরে বাড়িতে ভিড় করেছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসী দম্পতির পরিবারের উপর ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে প্রবেশ করে মা ও ১৭ বছর বয়সী ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্ল্যাপুর বটতলা গ্রামে। নিহতরা হলেন- সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামানিকের স্ত্রী রানী খাতুন (৪০) এবং ছেলে ইমরান প্রামাণিক (১৭)। ইমরান বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বোন ইভা প্রামাণিক বগুড়া শহরের একটি মেস থেকে কলেজে লেখাপড়া করছেন।

প্রতিবেশীরা জানান, সকাল বেলা সাড়া শব্দ না পেয়ে তারা বারান্দায় রানীর এবং শয়নকক্ষে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, নিহত দুজনের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। হত্যার কারণ এখনও নির্ধারিত হয়নি।

নিহতের মেয়ে ইলা প্রামাণিক বলেন, “আমার মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ ঘটনায় শিবগঞ্জ ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...