Logo Logo

র‌্যাবের অভিযানে হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলার আসামি সুমন শীল গ্রেপ্তার


Splash Image

বরগুনার পাথরঘাটা উপজেলার আলোচিত হত্যা চেষ্টা ও বিস্ফোরণ মামলার পলাতক আসামি সুমন শীল (৩৩) অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর হাতে আটক হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৮ এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং ব্যাটালিয়ন সদর যৌথ অভিযানের মাধ্যমে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি নবনির্মিত টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সুমন শীল ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি এসি বাসে ভ্রমণ করছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামি সুমন শীল বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সত্যরঞ্জন শীলের ছেলে।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সি এন্ড বি বাজার এলাকায় সুমন শীল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও অবৈধ বিস্ফোরক নিয়ে রাস্তা অবরোধ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। এ সময় মামলার সাক্ষীদের ওপর হামলা চালানো হয়, গুরুতর জখম করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদ সোলায়মান বাদী হয়ে আদালতে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

র‌্যাবের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সুমন শীলকে অবশেষে ধরা পড়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার জন্য বরিশালের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...