Logo Logo

অনুষ্ঠান করে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!


Splash Image

ছবি : সংগৃহিত

এক একজনের প্রেমের প্রকাশ এক এক রকম। প্রেমে ব্যর্থ হয়ে মানুষ কখনও কখনও আত্মহত্যার মতো পথও বেছে নেয়। আবার কেউ কেউ নতুন মানুষটিকেই ধীরে ধীরে ভালোবেসে ফেলে। কেউবা সংসারের মায়ায় পুরনো প্রেম ভুলে যায়, অথবা ভুলে থাকে।


বিজ্ঞাপন


আবার কেউ কেউ নতুন সংসার জলাঞ্জলি দিয়ে ফিরে যায় পুরনো প্রেমিকের কাছেই। ভারতের উত্তরপ্রদেশের কামরৌলি থানার এক যুবক স্ত্রীর পুরনো প্রেমের কথা জানতে পেরে, নিজে উদ্যোগ নিয়ে স্ত্রীর ফের বিয়ে দিয়ে দিয়েছেন।

চলতি বছরের ২ মার্চ বিয়ে হয়েছিল বাসিন্দা শিবশঙ্কর এবং রানিগঞ্জের উমার। মাত্র ছয় মাসের সংসার তাদের। ছয় মাস পরে এসে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শিবশঙ্কর। কারণ, উমা শিবশঙ্করের সঙ্গে সংসার পাতলেও ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন বিশাল নামের তার প্রেমিকের সঙ্গে। শিবশঙ্কর প্রথম প্রথম স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বের হয়ে আসার অনুরোধ করেছিলেন। তাতে কাজ হয়নি। বরং উমা জানিয়ে দেন, প্রেমিককে ভুলতে পারবেন না তিনি।

শিবশঙ্কর বুঝতে পারেন এই সংসার সুখের হবে ন। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রেমিকের সঙ্গেই তার বিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমনি কাজ। সম্প্রতি ‘আদিত্য বিড়়লা মন্দির’ এ প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন যুবক। সাতপাক থেকে মালাবদল, বিয়ের যাবতীয় উপাচারও করেন। বিয়ের পরে কনের বাড়িতে যেমন মেয়েকে বিদায় জানানোর রীতি পালিত হয়, তেমনই স্ত্রীকে বিদায় দেন তার প্রথম স্বামী।

মন্দিরে উপস্থিত অন্যান্য দর্শনার্থী এবং ভক্ত এই বিয়ে দেখে অবাক হয়ে গিয়েছেন। শিবশঙ্কর অবশ্য বলছেন,‘‘ ঘরে ঝামেলা পুষে রেখে লাভ নেই।’’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...