বিজ্ঞাপন
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. আবুল হোসাইন, এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক খান ও তাদের সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন:
১. বাবুল চন্দ্র দত্ত (৫০), পিতা- মৃত বকুল চন্দ্র দত্ত মিয়া, সাং- রামপুর। (মনোহরদী সিআর মামলা নং-৩৩৪/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
২. মো. এরশাদ মিয়া (৩৮), পিতা- মো. আবুল হাশেম, সাং- লেবুতলা। (মনোহরদী সিআর মামলা নং-৩০১/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
৩. রফিকুল ইসলাম, পিতা- নিয়ত আলী, সাং- কাহেতেরগাও, পোঃ বড়চাপা। (সিআর মামলা নং-৩১৫৪/২৩, ধারা- বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০, ৩২(১))
৪. নাজুমল ইসলাম, পিতা- মৃত শহিদুল্লাহ, সাং- মনতলা, থানা- মনোহরদী। (মনোহরদী থানার মামলা নং-৩(৭)২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(৩))
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...