Logo Logo

রয়টার্সের প্রতিবেদন

ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের


Splash Image

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চুক্তির মধ্যে রয়েছে আধুনিক আক্রমণ হেলিকপ্টার, ট্যাংক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।


বিজ্ঞাপন


রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রস্তাবিত চালানে অন্তর্ভুক্ত হয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক। হেলিকপ্টারগুলোর মূল্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকগুলোর মূল্য ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এসব অস্ত্রের যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা দখলের ব্যাপক অভিযানে নেমেছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই অস্ত্র চালান সেই অভিযানে সরাসরি কাজে লাগবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর অতর্কিত হামলায় ইসরায়েলের ভূখণ্ডে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দুই বছরের এই অভিযানে ইতোমধ্যে গাজায় নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারেরও অধিক।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ছয়বার উত্থাপন করা হলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো দিয়ে তা নাকচ করেছে।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। এর মধ্যেই ইসরায়েলের কাছে বিশাল অঙ্কের এই অস্ত্র বিক্রি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...