Logo Logo

সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল


Splash Image

ইউরোপের কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনায় শত শত ফ্লাইট বাতিল হয়েছে। লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের একাধিক এয়ারলাইন্স এ বিপর্যয়ের শিকার হয়েছে।


বিজ্ঞাপন


কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে আপাতত তারা স্বাভাবিক পরিষেবা দিতে পারছে না। ত্রুটি সারাতে সময় লাগবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা এবং বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদান করে আসছে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বহু এয়ারলাইন্স তাদের গ্রাহক হওয়ায় সাইবার হামলার প্রভাব তাৎক্ষণিকভাবে বহু ফ্লাইটে পড়েছে।

লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিবন্ধিত ফোন নম্বরে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে ইউরোপের সব বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেন, “ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের সেবা দেব। তবে এটি সময়সাপেক্ষ। যদি দ্রুত কলিন্স অ্যারোস্পেসের ত্রুটি না মেটে, প্রতিটি ফ্লাইটের ডিপার্চার সময় প্রায় ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”

সাইবার হামলার উৎস ও হামলাকারীদের পরিচয় নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি। আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে নিরাপত্তা জোরদার ও বিকল্প প্রযুক্তি ব্যবহারের তাগিদ এখন নতুন করে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...