সার্বভৌমত্বে ছাড় নয়”—বাগরাম ইস্যুতে কড়া অবস্থান আফগানিস্তানের। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে কোনো ধরনের চুক্তি বা সমঝোতার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে তালেবান সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিত্রাত রোববার স্থানীয় গণমাধ্যমকে বলেন, “আফগানিস্তানের মাটির এক ইঞ্চিও নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।”
এই মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর। শনিবার যুক্তরাজ্যে এক সফরে ট্রাম্প বলেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি আমেরিকাকে ফেরত না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।”
ফাসিহউদ্দিন ফিত্রাত জানান, সম্প্রতি বিভিন্ন মহল রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ফেরত পাওয়ার কথা বলছে। তবে তালেবান সরকার দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বে কোনো ছাড় দেওয়া হবে না।
বাগরাম ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী তালেবানবিরোধী যুদ্ধ চালাত। ২০২১ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো বাহিনী ঘাঁটি ত্যাগ করে, যা ট্রাম্প-তালেবান চুক্তির অংশ ছিল। তাদের চলে যাওয়ার পরপরই আফগান সেনারা ভেঙে পড়ে এবং দ্রুত তালেবান পুনরায় ক্ষমতায় আসে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...