Logo Logo

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার


Splash Image

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. শহিদুর রহমান, এসআই (নিঃ) মো. আবেদ আলী, এসআই (নিঃ) মো. আল ইসলাম, এএসআই মো. হারেছ মিয়া এবং এএসআই মো. শরীফুল ইসলাম। তারা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন— ১। নুর জাহান বেগম: স্বামী রফিজ উদ্দিন, সাং—সুদেরবাড়ী খোটমোড়া, ডোয়াইগাঁও। তিনি সিআর মামলা নং-৬৮৯/২২ ইং-এর সাজাপ্রাপ্ত আসামী এবং ওই মামলায় দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত। ২। সালমা: পিতা নুরুল ইসলাম নুরু, সাং—হেতেমদী, চন্দনবাড়ী। তিনি সিআর মামলা নং-৯০০/২৪ ইং-এর ওয়ারেন্টভুক্ত আসামী। ৩। সালাম (৪০): পিতা মৃত হেকিম মৃধা, সাং—হেতেমদী, চন্দনবাড়ী। তিনি একই মামলার অপর আসামী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...