Logo Logo

বেগমগঞ্জে চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ চৌধুরী (৪৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেপ্তারের আগে রোববার দুপুরে কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ইউসুফ চৌধুরী কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।

উল্লেখ্য, ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চেকের মামলাসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রায় ১৪ মাস ধরে তিনি গা ঢাকা দিয়ে থাকায় র‌্যাবের পক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, “বিষয়টি সমাধান হয়ে গেছে। ইউসুফ চৌধুরী চেকের ১৯ লাখ টাকার মধ্যে ১৬ লাখ টাকা পরিশোধ করেছেন। বাকী ৩ লাখ টাকা পরিশোধের পর আদালত খুললেই তার জামিন হয়ে যাবে।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, “আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...