Logo Logo

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: নেত্রকোণায় সিভিল সার্জনের সংবাদ সম্মেলন


Splash Image

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন— নেত্রকোনা সিভিল সার্জন ডা. মোঃ গোলাম মাওলা নঈম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবীর রিয়াদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স ইমিউনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মোঃ আবুল বাশার।

‎সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নঈম জানান, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

‎তিনি আরও বলেন, অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই কার্যক্রম দুটি ভাগে পরিচালিত হবে— শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ে। সিটি করপোরেশন, পৌরসভা, প্রতিটি ইউনিয়নের তিনটি করে ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছাসেবী দল এ কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...