বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এম.এ রাশেদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন হোসেন।
কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটির সদস্যদের ব্যক্তিগত তথ্য ও কার্যক্রম পর্যালোচনা করেন সাংবাদিক কারিমুল হাসান লিখন। পর্যালোচনার ৩০ কার্যদিবস পর তিনি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এবং ক্লাবের দাপ্তরিক পত্রে স্বাক্ষরের মাধ্যমে একমাস আগে গঠিত আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: জাফিউল ইসলাম বাবু (আলোকিত বাংলাদেশ); সহ-সভাপতি: রাকিবুল ইসলাম (নয়াদিগন্ত), আনোয়ার হোসেন (এনপিবি); সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আকতারুল আলম তিনু (চিফ টিভি); যুগ্ম সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান (নিউজ এবিটিভি ডট কম), হাবিব হাসান মোহন (মানবজমিন); সহ সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন (চ্যানেল টেন); দপ্তর সম্পাদক: নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন); প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুঞ্জুরুল ইসলাম (স্বাধীন ভোর)।
কার্যনির্বাহী সদস্য: এস.এম. আরিফুল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (কলম সৈনিক), নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), শামীম আহমেদ সুজন (মাতৃজগত), মাসুদ রানা (ডেইলি বগুড়া)
নবগঠিত কমিটি উপজেলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...