Logo Logo

পাকিস্তানে ২ দফায় বিস্ফোরণে লাইনচ্যুত ট্রেনের ৬ বগি, আহত ১২


Splash Image

ছবি : সংগৃহীত।

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনে বিস্ফোরণের ফলে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সূত্রে এই তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরই প্রথম বিস্ফোরণ ঘটে এবং ট্রেন থেমে যায়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ট্রেন চলতে শুরু করে। কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয়বারের মতো রেললাইনে বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে একটি উল্টে যায়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।

জাফর এক্সপ্রেসের ওপর হামলা নতুন কোনো ঘটনা নয়। গত জুনে বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে এক বিস্ফোরণে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছিল, তবে সেই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, গত ১১ মার্চ স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেসের একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। সেনাবাহিনী অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধারে এগিয়ে গেলে বিএলএ যোদ্ধাদের সঙ্গে সংঘাত হয়, যার ফলে বিএলএ-এর ৩৩ যোদ্ধা, ২৬ যাত্রী ও ৪ সেনা নিহত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...