Logo Logo

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮


Splash Image

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪১ জনে।

সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত ১২ হাজার ৩৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ভর্তি হয়েছিল ১০ হাজার ৬৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরেই। এ মাসে এখন পর্যন্ত ৬৫ জন রোগী প্রাণ হারিয়েছেন। এর আগে জুলাই মাসে মৃত্যুর সংখ্যা ছিল ৪১ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞরা মশার প্রজননক্ষেত্র ধ্বংস, বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...