বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, কবিরুল হক মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব মামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাগুলো বিভিন্ন সময়ের রাজনৈতিক সহিংসতা ও আর্থিক জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...