Logo Logo

নীলফামারীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

নীলফামারীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মো. আবু রাহাত রোকুনুজ্জামান এবং জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সরকার। কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. ফেরদৌসুর রাব্বী (মীম)।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থানের সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও উপযুক্ত অর্থায়নের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এসডিএফ।

জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সরকার জানান, “গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে এসডিএফ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। এ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা ও এসডিএফ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...