Logo Logo

নাইজেরিয়ায় সোনার খনিতে ধস, ১০০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা


Splash Image

প্রতীকী ছবি। ছবিটি এআই দ্বারা নির্মিত

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় বৃহস্পতিবার একটি স্বর্ণখনিতে ধস নেমে অন্তত ১০০ জন শ্রমিকের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


ধসের সময় খনির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। ধসের পর উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং স্থানীয় মানুষরা। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে।”

খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি জানান, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।”

জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানান, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না। এ ঘটনায় জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। কর্তৃপক্ষ এবং স্থানীয় কমিউনিটি হতাহত শ্রমিকদের পরিবারকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...