Logo Logo

সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান


Splash Image

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলতি মাসের মাঝামাঝিতে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দুই দেশের যে কোনো একটির ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।


বিজ্ঞাপন


চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে কিছু মহলে ধারণা তৈরি হয়েছিল যে পারমাণবিক শক্তিধর পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই ধারণা উড়িয়ে দিয়েছেন।

গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে চুক্তিতে স্বাক্ষর করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

জানা যায়, সাংবাদিক মেহেদি হাসান ‘জিতিও’ অনুষ্ঠানে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। খাজা আসিফ জানান, “এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল।”

সাংবাদিক আরও প্রশ্ন করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মাধ্যমে সৌদি আরব কি বর্তমানে সুরক্ষিত। এর জবাবে খাজা আসিফ বলেন, “সৌদির সঙ্গে আমাদের অনেক পুরোনো সামরিক সম্পর্ক রয়েছে। পাঁচ-ছয় দশক ধরে আমরা সৌদিতে সক্রিয়। একটি সময় আমাদের পাঁচ-ছয় হাজার সেনা সেখানে অবস্থান করত। এখনও পাকিস্তানের সামরিক উপস্থিতি রয়েছে।”

পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সরাসরি প্রশ্নে তিনি বলেন, “আমি বিস্তারিত বলতে পারব না। এটি একটি সামরিক চুক্তি এবং এ ধরনের বিষয় সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না।”

এ চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাকিস্তান ও সৌদির যৌথ প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং অঞ্চলটি সামরিকভাবে আরও সংগঠিত হওয়ার পথে এগোচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...