বিজ্ঞাপন
রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানায়, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার কাছে পাওয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা এবং ব্যক্তিগত জিনিসপত্রের সূত্রে তার পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
আফগান সীমান্তবর্তী ওই দুর্গম এলাকায় বিদেশিদের উপস্থিতির বিষয়টি এই ঘটনার মাধ্যমে নতুন করে সামনে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এর আগেও একই ধরনের অভিযানে আরও দুই থেকে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা ধর্মীয় শিক্ষা গ্রহণের অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করলেও পরে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অংশ নেয়।
নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, অভিযানটি দুই দিনব্যাপী চলে। পাহাড়ি এলাকায় টিটিপি সদস্যদের ঘিরে ফেলতে সক্ষম হয় সেনারা। অভিযানে টিটিপির ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়। এ সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত বাংলাদেশির মরদেহ ও ব্যক্তিগত সামগ্রী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...