Logo Logo

যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫


Splash Image

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় চার জন নিহত ও আট জন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। মিশিগানের বার্টন শহরে জন্ম ও বেড়ে ওঠা স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় কর্মরত থেকে ইরাকে দায়িত্ব পালন করেছিলেন।

রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ পবিত্র দিন। এই দিনে ধর্মপ্রাণ খ্রিস্টানরা গির্জায় সমবেত হয়ে যে সামষ্টিক প্রার্থনা করেন, তা ‘মাস’ নামে পরিচিত। অন্যান্য রোববারের মতো গতকালও শতাধিক মানুষ চার্চে উপস্থিত ছিলেন।

হঠাৎ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে স্যানফোর্ড অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর পর সে গির্জা ভবনে অগ্নিসংযোগও করে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর গির্জা থেকে বেরিয়ে পার্কিং লটে যায় স্যানফোর্ড।

গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং চার্চের পার্কিং লটের কাছে স্যানফোর্ডকে গুলি করে হত্যা করেন।

প্রাথমিকভাবে পুলিশ দুই জনের মৃতদেহ উদ্ধার করলেও পরে গির্জার ভেতরে আরও দু’জনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মোট চার জন নিহত এবং আট জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশপ্রধান রেনি বলেন, “ঠিক কী কারণে স্যানফোর্ড এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তার বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, এই ঘটনার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায় আরেকটি বন্দুক হামলায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হন। যুক্তরাষ্ট্রজুড়ে ধারাবাহিক এ ধরনের হামলা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...