Logo Logo

হান্নান মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ রাব্বি ফের চাঁদাবাজির অভিযোগে আটক


Splash Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি নবজাতক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করছিল একটি চক্র। রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন—সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।

হাসপাতালের মালিক শিল্পী আক্তার ভোরের বাণীকে বলেন, “আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে পাঁচজনকে নিয়ে যায়।”

এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, “সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল।”

পুলিশের নথি অনুযায়ী, এর আগে গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

এই ঘটনায় এলাকায় চাঁদাবাজ চক্রের তৎপরতা নিয়ে স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...